Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

🚙উপজেলা রিসোর্স সেন্টার, বাগাতিপাড়া, নাটোর 🚙


আমাদের অর্জনসমূহ

সম্প্রতিক বছরসমূহের (বিগত তিন অর্থ বছেরর) প্রধান অর্জন সমূহ : খুদামুক্ত ও দারিদ্রমুক্ত উন্নত দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলদ্ধি করে সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে । মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন মানসম্মত শিক্ষক। আর মানসম্মত শিক্ষক গড়ে তোলার নিমিত্তে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষক যোগ্যতার ওপর ভিত্তি করে পারদর্শিতার সূচকসমূহ অর্জন নিশ্চিতকরণে উপজেলা রিসোর্স সেন্টারের মাধ্যমে স্বল্প মেয়াদী বিভিন্নমূখী প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। ইংরেজি ও গণিত বিষয়ে প্রত্যেকটি বিদ্যালয়ের কমপক্ষে ০২ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। এছাড়া পিইডিপি-৪ এর আওতায় অন্যান্য বিষয়ে প্রত্যেক বিদ্যালয় হতে কমপক্ষে ০১ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। ২০১9-২০20 অর্থবছরে 6টি বিষয়ের অধিকাংশ ‍ wel‡q প্রত্যেকটি বিদ্যালয় হতে কমপক্ষে ০২ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছি। ইতোমধ্যে নিয়োগকৃত সকল প্রাক-প্রাথমিক শিক্ষককে প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রধান শিক্ষকগণের নেতৃত্বের গুণাবলী অর্জন ও যোগাযোগ দক্ষতার বিকাশের জন্য লিডারশীপ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন - প্রয়োগ নিশ্চিত করতে ২০১7-২০18 অর্থ বৎসরে 5৬ টি বিদ্যালয় এবং ২০১8-২০১9 অর্থ বৎসরে ৫০ টি বিদ্যালয় এক বা একাধিকবার পরিদর্শন করে একাডেমিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া সিইনএড/ ডিপিএড প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগের পর শিক্ষকগণ তাঁদের পেশাগত ধারণা প্রয়োগে যে ধরণের ঘাটতি অনুভব করেন তা পূরণে শিক্ষক যোগ্যতার আলোকে শিক্ষকগণের চাহিদার ভিত্তিতে চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।শিক্ষকগণের প্রশিক্ষণ চাহিদার আলোকে উপজেলা রিসোর্স সেন্টার চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের লিফলেট প্রণয়ন ও সংশ্লিষ্ট প্রশিক্ষকদের ওরিয়েন্টেশন প্রদান করছে যা ধারাবাহিকভাবে চলমান।শিক্ষার্থীদের শিখন অগ্রগতির স্তর(Level) নির্ণয় করতঃ স্তরভিত্তিক সহায়তা প্রদানের মাধ্যমে সকল শিশুর শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অর্জন নিশ্চিতকরণে অত্র ইউআরসির কর্মকর্তাগণ অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক যোগ্যতার সূচকসমূহ অর্জন নিশ্চিতকরণে ইউআরসির পক্ষ থেকে শিক্ষকগণকে ধারাবাহিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।